
চিনা হ্যাকারদের হানাঃ আমেরিকার অর্থ দফতরের সিস্টেমে সাইবার আক্রমণ
ব্যুরো নিউজ,৩১ ডিসেম্বর:চিনা হ্যাকাররা এবার আমেরিকার অর্থ দফতরের সিস্টেমে হানা দিয়েছেন। সোমবার, আমেরিকার অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতে অজানা হ্যাকাররা তাঁদের সিস্টেমে আক্রমণ করেন। এই হামলার ফলে দফতরের কর্মীদের কম্পিউটার সিস্টেমে গোপনে প্রবেশ করেছিলেন হ্যাকাররা। তাঁদের একমাত্র উদ্দেশ্য ছিল তথ্য চুরি করা। এই আক্রমণের জন্য দায়ী করা হচ্ছে চিনের ‘সরকার মদতপুষ্ট’ হ্যাকারদের। নায়ক বদলের গল্পঃ সৌম্য থেকে