
দুর্গাপুরে হঠাৎ হায়নার তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসীরা
ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:দুর্গাপুরের পানাগড় ব্লকে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হায়না। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে। গত শুক্রবার সকালে দুর্গাপুরের বুদবুদের দেবশালা গ্রামে হায়নাদের হামলা শুরু হয়। এটি একটি জঙ্গলসংলগ্ন এলাকা, যেখানে হায়নার দল আচমকা আক্রমণ করে। একের পর এক গ্রামবাসীকে আক্রমণ করে তারা, যার ফলে অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে কেউ কেউ হায়নার কামড় ও আঁচড় খেয়েছে