
মনমোহন সিংহের মৃত্যুতে শোক প্রকাশ নরেন্দ্র মোদীরঃ স্মৃতির সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী
ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মনমোহনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করে নানা স্মৃতি রোমন্থন করেছেন। মোদী বলেছেন, “মনমোহনজি প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের প্রায়ই কথা হতো। আমি তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম, আর সরকার পরিচালনার নানা বিষয়ে আমরা আলোচনা করতাম। তিনি সবসময়ই তার গভীর জ্ঞানের পরিচয় দিতেন।”