বড়দিনের প্রতীক স্যান্টা ক্লজঃ বাস্তবে কি তিনি আছেন?
ব্যুরো নিউজ ,২৫ ডিসেম্বর:বড়দিন মানেই স্যান্টা ক্লজের আগমন, যার হাত ধরেই আসে আনন্দ, খুশি আর উপহার। স্যান্টা ক্লজ যেভাবে বড়দিনের পরিপূরক চরিত্র হয়ে উঠেছে, তেমনি এর পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। স্যান্টা ক্লজের উৎস নিয়ে অনেক গল্প রয়েছে, তবে সবচাইতে পুরনো ও জনপ্রিয় গল্পটি সেন্ট নিকোলাসের। চতুর্থ শতকের সেন্ট নিকোলাস ছিলেন মায়রা প্রদেশের বিশপ, বর্তমান তুরস্কের এলাকার মানুষ। সেন্ট নিকোলাস