বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে বিরল সূর্যশিশির উদ্ভিদের সন্ধান, কি এই সূর্যশিশির ?
ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:সোনামুখীর গভীর জঙ্গলে সম্প্রতি খোঁজ মিলেছে এক বিরল মাংসভুক উদ্ভিদের। নাম ‘সূর্যশিশির’ (বিজ্ঞানসম্মত নাম: Drosera burmannii)। সাধারণত আমাজনের জঙ্গলেই এই উদ্ভিদ দেখা যায়। এটি একটি পতঙ্গভুক উদ্ভিদ, যা স্যাঁতসেঁতে এবং ঢেউখেলানো জমিতে জন্মায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজার জঙ্গলে কয়েকদিন আগে এই উদ্ভিদ দেখা গিয়েছে। জঙ্গলে ভ্রমণরত মানুষ প্রথম এই উদ্ভিদ দেখতে পান এবং