প্রকৃতির কোলে শান্তিতে নিজের সাথে একদিন সময় কাটাতে কলকাতার একেবারে কাছেই ঘুরে আসুন। মন হবে ফুরফুরে
ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:কাজের ব্যস্ততার মধ্যে একেবারে সময় পাচ্ছেন না নিজের মতন করে সময় কাটানোর। অথচ ভীষণ ঘুরতে যেতে মন চাইছে।সারা সপ্তাহ অফিস করার পর একটা দিন মাত্র ছুটি থাকে ।ওই একটা দিন ব্যবহার করে আপনি ঘুরে আসতে পারেন কলকাতার একেবারে কাছে এই জায়গাটিতে। প্রকৃতির কোলে শান্তিতে নিজের সাথে একদিন সময় কাটাতে পারবেন।ঘুরে এসে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবেন।