প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগঃ বিমা সখী যোজনায় মহিলাদের ক্ষমতায়ন
ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের মহিলাদের আর্থিকভাবে সক্ষম করার লক্ষ্যে “বিমা সখী যোজনা” উদ্বোধন করেছেন যা ভারতের জীবন বীমা কর্পোরেশন (এলআইসি) কর্তৃক পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী মোদী বলেন “বিমা সখী, কৃষি সখী, পশু সখী, ড্রোনদিদি, লাখপতি দিদি শুনতে সাধারণ মনে হলেও এগুলোই ভারতের ভাগ্য বদলে দিচ্ছে।” তিনি আরও জানান নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা মানে জাতির শক্তি বৃদ্ধি