
একধাক্কায় আজ কমল সোনার দাম , এখনই কিনুন সস্তায় নাহলে হাতছাড়া হবে এখনি
ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : বিয়ের মরশুমে সোনার দাম একধাক্কায় ১৫০০ টাকা কমে গিয়েছে। গত কয়েকদিন ধরে সোনার দাম কিছুটা কমছিল। কিন্তু আজ তা দ্রুত ১৫০০ টাকা পর্যন্ত কমে গেছে। সোনা কেনার পরিকল্পনা থাকলে। এটি সেরা সময় হতে পারে। তবে, দোকানে যাওয়ার আগে সোনার ও রুপোর দাম যাচাই করে নিন। শীতে আর কিনতে হবে না রুম হিটার, এসি দিয়েই ঘর গরম