
প্রৌঢ়ের ফুসফুস থেকে বের হল নকল দাঁত, দীর্ঘদিনের কষ্ট থেকে অবশেষে মুক্তি
ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:বীরভূমের নানুর এলাকার এক প্রৌঢ় দীর্ঘদিন ধরে এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন।২০১৯ সালে প্রথমবার একটি নকল দাঁত ভুল করে গিলে ফেলেন তিনি।সেই নকল দাঁতটি শ্বাসনালী এবং ফুসফুসের সংযোগস্থলে আটকে যায়। ওই সময় থেকেই শুরু হয় তার শ্বাসকষ্ট। তারপর তিনি আরও একটি নকল দাঁত বসিয়েছিলেন, কিন্তু সেটিও একইভাবে খুলে গিয়ে ফুসফুসে আটকে যায়। তার কারণে তার শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে




























