
“রণথম্ভোরে ২৫ বাঘের রহস্যজনক অন্তর্ধান, তদন্তে তিন সদস্যের বিশেষ কমিটি”
ব্যুরো নিউজ ৬ নভেম্বর : রাজস্থানের সোয়াই মাধোপুরের রণথম্ভোর জাতীয় উদ্যানে বাঘের রহস্যজনক অন্তর্ধান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গত এক বছরে এই উদ্যান থেকে প্রায় ২৫টি বাঘ নিখোঁজ হয়েছে। উদ্যানের মোট বাঘ-বাঘিনী সংখ্যা ছিল ৭৫টি, যার মধ্যে ২৫টি বাঘের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ১১টি বাঘের গতিবিধি নজরে রাখাই সম্ভব হয়নি, এবং ১৪টি বাঘের অবস্থান সম্পর্কে বন দপ্তরের