
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির চেয়ারম্যানের একতরফা সিদ্ধান্তঃ বিরোধীদের ক্ষোভ
ব্যুরো নিউজ,৫ নভেম্বর:ওয়াকফ সংশোধনী বিলের উপর যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) নিয়ে বিরোধী দলের সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা একে ‘অগণতান্ত্রিক’ এবং ‘একতরফা সিদ্ধান্ত’ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। গতকাল, লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো এক চিঠিতে বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, জেপিসির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল সমস্ত সিদ্ধান্ত একতরফাভাবে নিচ্ছেন এবং কমিটির কাজকর্মে পুরোপুরি তার ভূমিকা প্রভাবিত করছেন।