
বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েন ও কোর্টরুম ড্রামায় ধামাকা আনলেন রাজ চক্রবর্তী
ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সিনেমা ‘সন্তান’-এর ট্রেলার। রাজ চক্রবর্তী দীর্ঘদিন পর এসভিএফ প্রযোজনায় ফিরছেন পরিচালনায়।ট্রেলারে যে ধামাকাদার ড্রামা অপেক্ষা করছে তা এক ঝলকেই বোঝা যায়। সিনেমার মূল গল্পে রয়েছে বাবা ও ছেলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, যেখানে কোর্টরুম ড্রামার আবহে আবেগের প্রবাহ প্রবল। আলোর উৎসব নাকি দূষণের দাপট? দীপাবলিতে দিল্লিকে টক্কর দিল কলকাতা! প্রকাশ্যে এল পরিচালক