
ভাইফোঁটায় বোনকে কি উপহার দেবেন ভাবছেন? রাশি অনুযায়ী কোন উপহার শুভ তা জেনে নিন
ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :ভাইফোঁটা হল ভাই-বোনের মধ্যে ভালোবাসা এবং পবিত্র সম্পর্কের প্রতীক। ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় জন্য বোন তার কপালে ফোঁটা দিয়ে মন্ত্রোচ্চারণ করেন। পরে নানা উপহার ও খাবারের মাধ্যমে সম্পর্কের উষ্ণতা ভাগাভাগি করা হয়। যদিও উপহার কী দেবেন, এই নিয়ে ভাইদের মাথাব্যথার শেষ নেই! তাই এবার রাশি অনুযায়ী কিছু পরামর্শ দেওয়া হল, যা সহজেই বোনের জন্য শুভ