
দেবের বলিউডে আগমনের গুঞ্জন, টেক্কা’র সাফল্যে আনন্দের ঢেউ
ব্যুরো নিউজ ২৮ অক্টোবর : পুজোর মরশুমে বাংলার বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছে দেব প্রযোজিত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘টেক্কা’। এই ছবিটি এখনও সিনেমা হলে চলছে, এবং এর সাফল্যের মাঝে দেব মুম্বই থেকে একটি ছবি পোস্ট করেছেন। এর ক্যাপশনে ‘হ্যালো মুম্বই’ লেখা থাকায় প্রশ্ন উঠেছে, কি দেব কি এবার বলিউডে নিজের দাপট দেখাতে যাচ্ছেন? আলোর উৎসবে সুখবর, মেঘমুক্ত আকাশে