বিমানযাত্রায় আতঙ্কঃ খাবারে আরশোলা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ যাত্রীর
ব্যুরো নিউজ,৩০ সেপ্টেম্বর:এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন দিল্লি থেকে নিউ ইয়র্কগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রী। সুশান্তা শ্রাভন্ত নামে ওই বিমান যাত্রী, বিমান সংস্থার পরিবেশন করা খাবারে আরশোলা দেখে অর্ধেক খেয়ে ফেলে দেন ।কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পরেন।জানা গেছে, সুশান্তা তার দুই বছরের সন্তানের সঙ্গে বিমান যাত্রা করছিলেন। বিমানে তাকে একটি অমলেট পরিবেশন করা হয়েছিল। খাবারটি খাওয়ার পরেই তিনি