
মা উড়ালপুলে চিনা মাঞ্জার কারণে আবারও দুর্ঘটনা!
ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর :কলকাতার মা উড়ালপুলে আবারও চিনা মাঞ্জার কারণে রক্ত ঝরল। এই ঘটনার শিকার হয়েছেন এক পুলিশকর্মী, যিনি বাইক চালাচ্ছিলেন। রবিবার বিকেলে, শাহনওয়াজ আলি নামের ওই পুলিশকর্মী পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে বাইকে ছিলেন একজন সঙ্গী। মা উড়ালপুলে পৌঁছানোর পর আচমকাই চিনা মাঞ্জার একটি সুতো তার কপালে লাগে, যার ফলে কপাল কেটে রক্তক্ষরণ শুরু হয়।




























