আরজি কর কাণ্ড : ঘর ভাঙ্গার ছক সন্দীপেরই
ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: গত ৯ আগস্ট কলকাতা আরজি কর হাসপাতালে ধর্ষণ ও তারপর খুন হয়ে যাওয়া মহিলা চিকিৎসকের তথ্য লোপাট করতে ঘর ভেঙ্গে দেওয়ার ছক কষে ছিল ওই হাসপাতালেরই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু কেন ওই ঘটনাস্থল এভাবে বিকৃত করার চেষ্টা হল সে ব্যাপারে কোনরকম মুখ খুলতেই চাইনি সন্দীপ। বরং সন্দীপ ও তার দলবল প্রথম থেকেই বলে আসছিল যে