
প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে ফের পদক জয়ের পথে ভারত
ব্যুরো নিউজ,৬ আগস্ট:প্যারিস অলিম্পিক্সে ভারত শুটিং থেকে ইতিমধ্যেই তিনটি পদক পেয়েছে। আরও একটি পদক জয়ের পথে ভারত।শুটিংয়ের শেষ ইভেন্ট স্কিটের মিক্সড টিম ইভেন্টে। স্কিটের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত।মিক্সড টিমে রয়েছেন ভারতের অনন্তজিৎ সিং নারুকা এবং মহেশ্বরী চৌহান। প্যারিস অলিম্পিক্সে ভারত সেমিফাইনালে, বিপক্ষে জার্মানি অনন্তজিৎ- মহেশ্বরী জুটি লড়াই ছিল ১৫ টি দলের মধ্যে। কোয়ালিফিকেশন