
ময়নাগুড়িতে ৬ কোটি টাকার বিলিতি মদ উদ্ধার! ঘটনায় তৃণমূল যোগ!
ব্যুরো নিউজ, ২৬ মে : ভোটের মাঝে আচমকাই ময়নাগুড়ি ব্লকের এক অবৈধ বিলিতি মদের কারখানায় হানা দেয় আবগারি দফতর। আর সেখানেই প্রায় ৬ কোটি টাকার বিলিতি মদ উদ্ধার হয়। জানা যায়, বাড়ির মধ্যে কারখানা খুলে সেই বিলিতি মদ তৈরি করা হচ্ছিল। স্পিরিটের সঙ্গে রঙ মিশিয়ে তাতে নিজেদের ইচ্ছেমতো ব্র্যান্ডের বিলিতি মদ কিংবা বাংলা মদের কোম্পানির স্ট্যাম্প লাগিয়ে অবৈধ ভাবে মদ