জ্বলছে নন্দীগ্রাম! ঘরছাড়া ৭০ টি পরিবার। মাথা গোজার ছাদ নেই, এই পরিস্থিতিতে কীভাবে ভোট?
লাবনী চৌধুরী, ২৫ মে : ভোটের আগের রাতেও উত্তাল নন্দীগ্রাম। কয়েক দিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে নন্দিগ্রামের ঘটনা। দফায় দফায় বিক্ষোভ- অবরোধে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে সেখানকার পরিস্থিতি। এক বিজেপিকর্মীর মাকে ‘খুনে’র ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। তবে সেখানেই শেষ নয়। গত দু’দিন ধরে নয়া নয়া মোড় নেয় সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। এদিকে গতকালও এক তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় ফের