অপসারিত করা হলো দুই IAS আধিকারিককে
ব্যুরো নিউজ, ২৩ মে : লোকসভা নির্বাচনের আর দুদফা বাকি রয়েছে। তার আগেই রাজ্য প্রশাসনে বদল ঘটালো নির্বাচন কমিশন। সপ্তম দফায় আগামী ১ জুন উত্তর ও দক্ষিণ কলকাতায় নির্বাচন। তার আগেই এই বদল। অপসারণ করা হল উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) দিব্যা লোঙ্গানাথন এবং কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রশ্মি কামালকে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো


























