খুব তাড়াতাড়ি শিয়ালদা থেকে ছুটবে ১২ কোচের ট্রেন
ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে কয়েক হাজার লোক যাতায়াত করেন। এতদিন শিয়ালদা উত্তর শাখায় ৯ কামড়ার ট্রেন চলত। দিন দিন যাত্রী সংখ্যা বাড়তে থাকায় অফিস নিত্যযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। দক্ষিণ শাখায় ১২ কোচের ট্রেন চললেও উত্তর শাখায় ৯ কোচের ট্রেন চলত। তবে এবার যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই শিয়ালদা উওর শাখা থেকে ১২ কোচের ট্রেন ছুটবে।