দোল খেলার পর নদীতে স্নান করতে নামতেই ঘটল বিপত্তি! মৃত একাধিক
পুস্পিতা বড়াল, ২৬ মার্চ: দোল খেলার পর দুপুরে স্নান করতে নদীতে নেমেই ঘটল বিপত্তি। মোট ৭ জন তলিয়ে গেল কালনা, খড়দহ ও বাঁকুড়ায়। তাঁদের মধ্যে মৃত ৪। নদীবক্ষে তল্লাশি চলছে বাকি তিনজনের খোঁজে। এলাকায় শোকের ছায়া পৃথক এই ঘটনায়। বাজারে পা রাখতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক! কবে লঞ্চ হবে ভারতে? এলাকায় শোকের ছায়া পৃথক এই ঘটনায় স্বাভাবিকভাবেই রঙের উৎসবে