হাতির হানায় আতঙ্কে এলাকাবাসী
ব্যুরো নিউজ, ২৩ জানুয়ারি: হাতির হানায় আতঙ্কে এলাকাবাসী ফের হাতির তাণ্ডব কুমারগ্রামে। সেই তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি গ্রামের চারটি বাড়ি। এলাকার বেশকিছু নারকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আনুমানিক এক বিঘা জমির বেগুন ক্ষেত তছনছ করেছে হাতিটি। লক্ষ প্রদীপে সেজে উঠেছে বালুরঘাটের আত্রেয়ী স্থানীয়দের বক্তব্য, রবিবার মাঝরাতে একটি হাতি মধ্য হলদিবাড়ির লোকালয়ে ঢুকে পড়ে।