
সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত কলকাতায় | রয়েছে বৃষ্টির পূর্বাভাস
ব্যুরো নিউজ, ১৪ জানুয়ারি: সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত কলকাতায় | রয়েছে বৃষ্টির পূর্বাভাস পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত কলকাতায়। রাত পোহালেই আবার মকর স্নান। তার আগে হাড় কাঁপানো ঠান্ডাকে সঙ্গী করেই গঙ্গাসাগরের পথে পুন্যার্থীরা। গঙ্গাসাগর মেলা প্লাস্টিক মুক্ত করতে পথে জেলা প্রশাসন তিলোত্তমার পারা বর্তমানে ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির আশপাশে। পশ্চিমের জেলাগুলিও রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে ঘন কুয়াশায়