
‘কাজ দিন, না হয় মৃত্যু দিন’ কাজের দাবিতে রাস্তায়
ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: ‘কাজ দিন, না হয় মৃত্যু দিন’ কাজের দাবিতে রাস্তায় বৃহস্পতিবার দুপুরে ফের এক দফা প্রতিবাদ। ‘হয় কাজ দিন, না হয় মৃত্যু দিন’- এই দাবি তুলে বাঁকুড়া জেলা শাসকের অফিসের বাইরে এই দাবিতেই তুমুল বিক্ষোভ দেখালেন জেলার আপদ মিত্ররা। বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক এই আপদ মিত্ররা মূলত অস্থায়ী ভিত্তিক ভলান্টিয়ার হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন বিপর্যয়