পরিব্রাজক নরেন
প্রবীর বন্দ্যোপাধ্যায়, ১০ জানুয়ারি: পরিব্রাজক নরেন শিক্ষান্তে ঠাকুর রামকৃষ্ণদেব ও সারদামনি দেবীর সঙ্গে তাঁর সাক্ষাতের পর ১৮৮৬ সালে যান হুগলির আঁটপুর গ্রামে। নরেনের এক গুরু ভাই ছিল বাবুরাম। তাঁর মা নরেন ও অন্যান্য সন্ন্যাসীদের আঁটপুর গ্রামে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই নিমন্ত্রণ রক্ষা কোরতে গিয়ে বেশকিছু দিন ছিলেন আঁটপুরে। সে বছরই ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নরেন আরও ৮ জন আনুষ্ঠানিক ভাবে সন্ন্যাস গ্রহণ