কাজিয়া তৃণমূলে | অফিস ভাঙল ব্যাপারির
ব্যুরো নিউজ, ০৪ জানুয়ারি: কাজিয়া তৃণমূলে | অফিস ভাঙল ব্যাপারির ট্র্যাডিশন যেন চলেই আসছে। থামতে চাইছে না তৃণমূলের অন্তর্কলহ। দঃ ২৪ পরগনা থেকে কলকাতা, এমনকি উঃ ২৪ পরগনা ও হুগলীতেও একটানা চলছে তৃণমূল কংগ্রেসের দলীয় কাজিয়া। সাংসদ অর্জুন সিং এর সঙ্গে দলীয় বিধায়ক সোমনাথ শ্যামের লড়াই এখনো চলছে একটানা। তারই মধ্যে এবার হুগলীর বলাগড় কাজিয়ার, মুকুটে জুড়ল আরও একটি পালক।