
চিনির দাম বাড়ার আশঙ্কা
ব্যুরো নিউজ, ৩ জানুয়ারি: চিনির দাম বাড়ার আশঙ্কা দেশে আখের উৎপাদন কম হওয়ায় উৎপাদন কমলো চিনির। ভারতের চিনিকলগুলিতে ১ অক্টোবর থেকে ৩ মাসে মোট চিনি উৎপাদন হয়েছে ১১.২১ মিলিয়ন টন। গত বছরের তুলনায় এবার সারে সাত শতাংশ কম চিনি উৎপাদিত হয়েছে। ফলে খোলা বাজারে চিনির দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে খোলা বাজারে ৪৮- ৪৯ টাকা প্রতি কেজি দরে চিনি






























