
খাস কলকাতায় ফের প্রকাশ্যে শিশু বিক্রি
ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: খাস কলকাতায় ফের প্রকাশ্যে শিশু বিক্রি মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ২৩ দিনের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো সেই শিশুটির দাদুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার আনন্দপুর এলাকায়। অভিযোগ করেছে শিশুটির মা, আনন্দপুর থানা এলাকার বাসিন্দা বিকাশ পাসওয়ানের স্ত্রী ১৯ বছরের নীলম কুমারী। পরিবারের সদস্যদের বিরুদ্ধেই অভিযোগ শিশুটির মা নীলমের। তাঁর অভিযোগ, তাঁর সৎবাবা বানতলা
 
				








 
								 
								 
								









 
								
 
								 
								







