ফের মেট্রো বিভ্রাট! ফিরতি পথেও ভোগান্তি যাত্রীদের
ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: ফের মেট্রো বিভ্রাট! ফিরতি পথেও ভোগান্তি যাত্রীদের নোয়াপাড়া থেকে বরানগরের দিকে ছুটছে পাতাল রেল। আচমকা স্তব্ধ মেট্রো পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় দমদম- দক্ষিণেশ্বর আপ ও ডাউন মেট্রো পরিষেবা। চূড়ান্ত ভোগান্তিতে নিত্য যাত্রীরা। ‘রাজ্য সরকারের হেলিকপ্টারের কোনও দরকার নেই’, রাজ্যপাল কেন বললেন একথা? যান্ত্রিক ত্রুটির কারণে আজ দুপুরে আচমকা বন্ধ হয়ে গেল দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত