২০২৩-এর বিশ্ববিজেতা অস্ট্রেলিয়া
ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর: ২০২৩-এর বিশ্ববিজেতা অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। ৬ বারের বিশ্ববিজেতা অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের ১০০ | হতাশ ১৪০ কোটি ম্যাক্সওয়েলের ব্যাট থেকেই উইনিং রান পেল ক্যাঙ্গারুরা। তবে ম্যাচের হিরো ট্রাভিস হেড। মাঠে নেমেই যখন পর পর উইকেট হারাচ্ছিল অস্ট্রেলিয়া। তখন ম্যেচের হাল ধরেন ট্রাভিস হেড। ১২০ বলে ১৩৭ রান করেন হেড। পাশাপাশি ট্রাভিস হেডকে সঙ্গ দিয়ে