
সন্ত্রাসবাদী খুন। পিছনে কারা?
ব্যুরো নিউজ, ১০ নভেম্বর: সন্ত্রাসবাদী খুন। পিছনে কারা? বিদেশের মাটিতেই ভারতের সমস্ত শত্রুরা একের পর এক নিকেশ হয়ে যাচ্ছে। খালিস্তানি সন্ত্রাসবাদী নিজ্জর থেকে শুরু করে লস্করি কমান্ডার সহিদ লতিফ সহ আরও অনেক সন্ত্রাসবাদী বিদেশের মাটিতে আততায়ীদের হাতে খুন হয়ে যাচ্ছে। ২৩ জুন ২০২১ এ আত্মঘাতী বোমা নিয়ে একটি গাড়ি, পুলিশ চেক পয়েন্ট ভেঙ্গে লস্করি তৈবার প্রধান, হাফিজ সহিদের বাড়ির সামনে