ভূত চতুর্দশীতে কেন চোদ্দ শাক খাওয়া হয়? কেন জ্বালানো হয় চোদ্দ বাতি?
ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: ভূত চতুর্দশীতে কেন চোদ্দ শাক খাওয়া হয়? কেন জ্বালানো হয় চোদ্দ বাতি? কারও কারও বিশ্বাস, আমাদের পূর্বপুরুষেরা ওই দিন পরলোক থেকে ইহলোকে নেমে আসেন। তাঁরা দেখতে আসেন, তাঁদের ছেড়ে যাওয়া পরিবার, বাড়ি-ঘরদোর-দালান। ভাগ্যের চাকা ঘোরাতে ভূত চতুর্দশীতে এই কাজগুলো অবশ্যই করবেন দীপাবলি মানে সপ্তাহব্যাপী উৎসব। ধনতেরস থেকে শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসব। এরপর নরক চতুর্দশী।