জোয়াদ্দার পরিবারের পুজোর ঐতিহ্য!
ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর: জোয়াদ্দার পরিবারের পুজোর ঐতিহ্য! প্রায় ৩০০ বছরের অধিক সময় ধরে হয়ে আসছে গঙ্গারামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জোয়াদ্দার পরিবারের পুজো। এই জোয়াদ্দার বাড়ির পুজো গঙ্গারামপুর শহরে একটি অন্যতম নাম। মায়ের হাতে মায়ের পুজো! একসময় বাংলাদেশের পাবনা জেলাতেই পুজো হতো, ছয় পুরুষ আগে থেকেই এই পরিবারের পুজো হয়ে আসছে। বর্তমানে গঙ্গারামপুরে পুজো গঙ্গাপুর শহরের বিগ বাজেটের পুজো