উৎসব মানেই টাকা ওড়ানো নয় | নজর দিন বিনিয়োগে
রাজীব ঘোষ, ২২ অক্টোবর: উৎসব মানেই টাকা ওড়ানো নয় | নজর দিন বিনিয়োগে পুজোর মরশুম চলছে। আর উৎসবের মরশুম মানেই টাকা পয়সা খরচ করার পালা। এমনও দেখা যায়, যা উপার্জন করেছেন তার থেকে অনেক বেশি পরিমাণে টাকা খরচ হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। তবে সেই দিকে গুরুত্ব দিয়ে নজর দিতেই হবে। কারণ উৎসবের সময় টাকা খরচের ক্ষেত্রেও যথেষ্ট বুঝেশুনে এগনো উচিৎ।