২২৯ বছরে পদার্পণ হুগলীর পাঠক বাড়ির দুর্গাপুজোর
ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর: ২২৯ বছরে পদার্পণ হুগলীর পাঠক বাড়ির দুর্গাপুজোর ছিলেন সেবাইত, হয়ে গেলেন জমিদার। বর্ধমান জেলার মহারাজা জনার্দন মন্দিরের সেবাইত থেকে জমিদারে রূপান্তরিত হোল পাঠক পরিবার। বর্ধমান মহারাজা খুশি হয়ে হুগলীর তালচিনান গ্রামের জমিদারি সত্ত দেন পাঠকদের। দশ হাজার বিঘা খাস জমি নিয়ে শুরু হয় তাদের জমিদারি। কৃষ্ণকান্ত পাঠক হয়ে যান তালচিনান গ্রামের জমিদার। এখান থেকে শুরু পাঠক