ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে চালু ‘অপারেশান অজয়’
ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে চালু ‘অপারেশান অজয়’ বিজেপি বাঁচাও কমিটির বিক্ষোভ গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের তীব্র যুদ্ধের মধ্যে, ইজরায়েলে আটকে পরা ভারতীয়দের ফেরাতে বুধবার ভারত চালু করলো অপারেশান অজয়। মঙ্গলবারই প্রদানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে আছে ভারত। গত শনিবার, ইজরায়েলে হামাসের হামলার পরই