
না ফেরার দেশে ‘এম এস স্বামীনাথন’
ব্যুরো নিউজ, ২৯ সেপ্টেম্বর: না ফেরার দেশে ‘এম এস স্বামীনাথন’ প্রয়াত ‘সবুজ বিপ্লবের জনক’ এম এস স্বামীনাথন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। আজ চেন্নাইয়ে তার জীবনাবসান হয়। তার হাত ধরেই কৃষিতে উন্নতিলাভ করেছিল ভারত। তিনি ফাদার অফ ইকোনমিক ইকোলজি নামেও পরিচিত। এই প্রখ্যাত কৃষি বিজ্ঞানি ১৯৬৭ সালে পদ্মশ্রীতে ও ১৯৭২ সালে পদ্মভূষণে ভূষিত হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ




















