ভারত-কানাডা টেনশন! ধাক্কার ঈঙ্গিত শেয়ার বাজারে
রাজীব ঘোষ, ২৩ সেপ্টেম্বর: ভারত-কানাডা টেনশন ধাক্কার ঈঙ্গিত শেয়ার বাজারে চলছে ভারত-কানাডা চাপানউতোর। দিনের পর দিন সংঘাতের আবহ বেড়েই চলেছে। ইতিমধ্যেই ভারতের তরফে কানাডার ট্রুডো সরকারকে তার মন্তব্যের জন্য যোগ্যবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, কানাডার তরফে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাও নস্যাৎ করে দেওয়া হয়েছে। আপাতত বন্ধ করে রাখা হয়েছে কানাডার ভিসা সিস্টেম (Canada Visa Service Suspension)। সেদেশের ভারতীয়দের