চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযানে ‘ধুন্ধুমার’
ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর: চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযানে ‘ধুন্ধুমার’ ২০২২ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বৃস্পতিবার দুপুর ১ টার সময় সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামতেই বিক্ষোভকারীদের আটক করে বিধাননগর পুলিশ। তাদের বাসে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় বিধাননগর পুলিশ। অল বেঙ্গল ২০২২ টেট পাস ডিএলএড আসোসিয়ান-এর তরফ থেকে সল্টলেকে APC ভবন অভিযানের ডাক দেয়।