
বদলে যাওয়া ওড়িশা
ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: বদলে যাওয়া ওড়িশা জুয়ান বনাম লোবেরা গত মরশুমে সুপার কাপ জিতে একেবারে খোলনলচে বদলে নতুনভাবে শুরু করতে চলছে ওড়িশা এফসি। কোচ হিসেবে তারা নিয়ে এসেছে স্বনামধন্য সার্জিও লোবেরাকে। তিনিও ফিরিয়ে এনেছেন তাদের পুরোনো ছাত্রদের। আহমেদ জাহু, মুর্তাদা ফলদের দলে ভেরিয়ে অনেক শক্তিশালী করে ফেলেছেন ওড়িশাকে। এছাড়াও বাড়তি সংযোজন রয় কৃষ্ণ। তিনিও আজ নামবেন তাদের পুরোনো দলের