কলকাতা ডার্বি ঘিরে অনিশ্চয়তা!
ব্যুরো নিউজ, ১৫ সেপ্টেম্বর: কলকাতা ডার্বি ঘিরে অনিশ্চয়তা! আইএসেলের প্রথম ও এই মরশুমে তৃতীয় কলকাতা ডার্বি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূচি অনুযায়ী অক্টোবরের ২৮ তারিখ রয়েছে এই ডার্বি ম্যাচ। কিন্তু ওইদিন লক্ষ্মী পুজো থাকায় এই ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ দিতে পারবেনা প্রশাসন। এই কথা জানিয়ে তারা চিঠি দিয়েছে এফ এস ডি এলকে। রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি অভিযোগ হারমোসোর দুই প্রধানও উৎসবের