গ্লোবাল ব্যাঙ্কার রিপোর্টে শীর্ষে RBI | অভিনন্দন মোদীর
রাজীব ঘোষ, ৭ সেপ্টেম্বর: গ্লোবাল ব্যাঙ্কার রিপোর্টে শীর্ষে RBI | অভিনন্দন মোদীর। ভারতের অর্থনীতিতে আমেরিকার ব্যাঙ্কার রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এনেছে। ২০২৩ সালের গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্টে (Global Finance Central Banker Report) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস A+ Grade পেয়েছেন। আর এই স্বীকৃতি পেয়েই গর্বিত হয়েছে আরবিআই। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী RBI গভর্নরকে অভিনন্দন জানিয়েছেন।