
জমকালো সাদাকালো!
অর্পণ সেনগুপ্ত , ১১ অগাস্টঃ (Latest News) জমকালো জয় সাদাকালোর শুক্রবার যাদবপুরের কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান নেভিকে ২-০ গোলে হারালো মহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৫০ মিনিটে গোল করেন ডেভিড এবং ৬৯ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান রামসঙ্গা। ৯০ মিনিটের অতিরিক্তি সময়ে নেভির হয়ে ব্যবধান। কমান মোহনবাগানের প্রাক্তনী পি এম ব্রিটো। দ্বিতীয় ম্যাচে জয় এলেও খুব একটা