
অনেকটাই স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য – জানানো হলো হাসপাতাল সূত্রে
ইভিএম নিউজ ব্যুরো, ৩১ জুলাইঃ (Latest News) সোমবার সকালে এল কিছুটা স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টচার্যর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তের সি রিয়্যাকটিভ প্রোটিন রিপোর্ট সন্তোষজনক। রিপোর্টে দেখা যাচ্ছে সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি, খবর হাসপাতাল সূত্রে। আজ বিকেল ৪ টে নাগাত হাসপাতালে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিয়েটিনিন রিপোর্টও যথেষ্ট ইতিবাচক





























