বিশ্বে সর্বপ্রথম চালু হল হাইড্রোজেন ইন্টারসিটি বাস
ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুলাইঃ (Latest News) বর্তমানে পরিবেশ দূষণ কমাতে বিশুদ্ধ জ্বালানি চালিত যানবাহনের ওপর জোর দিচ্ছে সরকার। আর সেই ভাবনাকেই বাস্তবায়িত করতে ভারতবেঞ্জ ও রিলায়েন্স গোষ্ঠীর যৌথ উদ্যোগে লঞ্চ হল বিশ্বের প্রথম হাইড্রোজেন ইন্টারসিটি বাস। বাসটি একবার জ্বালানি ভরলে ৪০০ কিলোমিটার চলার ক্ষমতা রাখে। যা একটি বিলাসবহুল কোচ স্টাইলে হাইড্রোজেন জ্বালানি চালিত বাস। এবং ৩০০ হর্সপাওয়ার শক্তি তুলতে