
জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালনায় ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’
সঙ্কল্প দে, ১৪ জুনঃ (Latest News) জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালনায় ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট-এর শিয়ালদহর প্রধান প্রশিক্ষণ ক্যাম্পাসে ১৪ জুন’২০২৩ তারিখে আয়োজিত হল ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’ । রিলায়েন্স-জিও, দাইকিন, আইএফবি, টাটা, টয়োটা, এলজি, হোন্ডা, সামসুংয়ের মতো সংস্থা এখানে অংশগ্রহণ করেছে। ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার