
আকাশে দেখা যাবে ‘গোলাপি চাঁদ’
ইভিএম নিউজ ব্যুরো, ৪ জুনঃ(Latest News) শুক্রবার থেকে রাতের আকাশে দেখা যাচ্ছিল গোলাকার লালচে আস্ত একটা গোলাপি চাঁদ। যা নজর কেড়েছে সকলের। জুন মাসের প্রথম দিকেই এই আস্ত গোলাপি রঙের চাঁদের দেখা পাওয়া যায়। ইংরেজি তে তা ‘স্ট্রবেরি মুন’ নামে পরিচিত। প্রত্যেক বছর নির্দিষ্ট এই দিনেই দেখা মেলে এই গোলাপি চাঁদটির। আর সেই দৃশ্য লেন্সবন্দী করতে মুখিয়ে থাকেন চিত্রগ্রাহকেরা।ব্যতিক্রম হল