বাঙ্গালায় ফলছে ‘মিয়াজাকি’ দাম শুনলে চক্ষু চড়ক গাছ!
ইভিএম নিউজ ব্যুরো, ২ জুনঃ (Latest News) আম খেতে ভালবাসেন না এইরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। ৮ থেকে ৮০ সকলেই আম খেতে ভালবাসেন । ল্যাংড়া, হিমসাগর, ফজলি এইসকল আমের সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে আমের আরও একটি প্রজাতির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত হয়েছেন। আমটির নাম মিয়াজাকি। যার উৎপত্তি উদিত সূর্যের দেশ জাপান থেকে। আর যার